Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৯

ঢাকা: রাজধানীর কমলাপুরে একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, রোববার সকালে ওই যুবক কমলাপুরের হোটেল আরাফাতের ষষ্ঠ তলায় ৬০১ নম্বর রুমে ভাড়া উঠেন। সকালে হোটেলের কর্মচারীরা রুমে তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পান না। তখন তাদের সন্দেহ হলে থানায় খবর দেন। পরবর্তীতে হোটেলটিতে গিয়ে রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি।

এসআই হাবিজ উদ্দিন আরও জানান, রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। হোটেলের রেজিস্টারে তার নাম পিপিসা ত্রিপুরা লেখা হয়েছে। তবে তার বিস্তারিত ঠিকানা ও তথ্য এখনও জানা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর