Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৩ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৬

তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গাজিয়ানতেপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে শতাধিক মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ ভাগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর বিবিসি’র।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানতেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার গভীরে।

গাজিয়ানতেপ শহরটি সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। ভূমিকম্পে সিরিয়াতেও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে।

রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১৭ হাজার লোক নিহত হয়েছিলেন।

সারাবাংলা/এমও

তুরস্ক ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্প

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর