Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৬

ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করবে। দুই দেশ কিভাবে এ বিষয়ে কাজ করবে তার একটি পদ্ধতি ঠিক করা হবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌদি আইর্টিসিয়াল ইন্টিলিজেন্স কোম্পানি (এসসিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আল রাশেদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় কোম্পানিটির চিফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্টনারশিপ অফিসার আব্দুল্লাহ আলজাওয়ানি উপস্থিত ছিলেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে ফেয়ারমাউন্ট হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সৌদি আরবের এসসিএআই’র কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিকাশে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। উভয় দেশ যৌথভাবে কিভাবে এ বিষয়ে কাজ করবে তার একটি পদ্ধতি ঠিক করা হবে বলেও বৈঠকে জানানো হয়।

এ সময় এসসিএআই ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এসসিএআই’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইটি সেক্টরের উন্নয়ন ও অগ্রগতি দেখতে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী।

সারাবাংলা/ইএইচটি/এনএস

কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ-সৌদি আরব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর