Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতি ও সংস্কৃতি একসঙ্গে চলেছে বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে’

ঢাবি করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩০

ঢাকা: নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, রাজনীতি ও সংস্কৃতি একসঙ্গে চলেছে বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন তো আর চলে না। এখন রাজনীতি চলে ক্ষমতার সঙ্গে। এ দুটি একসঙ্গে চললেই সব ঠিকঠাক থাকবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আলমগীর কবির পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে উৎসবের ২১তম আসরের পর্দা উঠল এবার। পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৮টি চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য ও দুটি প্রামাণ্যচিত্র।

অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘গত পঞ্চাশ বছরে খুব উঁচুমানের ছবি কি আমরা এই বঙ্গে করতে পেরেছি? একটা ছবি দেখেও কি মনে হয়, বাহ! এটা আমাদের ছবি! ‘রেহানা মরিয়ম নূর’ একটি ভালো ছবি। টেকনিক্যালি অনেক ভালো একটা ছবি। কিন্তু, যে বাংলাকে ছবিতে দেখতে চাই, সেটি তো দেখিনি’

গত পঞ্চাশ বছরে শিল্পীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘আমার মনে হয় মুক্তিযুদ্ধ নিজেই একটি মহাকাব্য। লক্ষ ঘটনা আছে। সেটি নিয়ে কি খুব একটা মহান ছবি হয়েছে? বাঙালির সবচেয়ে বড় আন্দোলন ভাষা আন্দোলন। এটি নিয়ে কি বড় কোনো চলচ্চিত্র আছে? কবর ছাড়া বড় কোনো নাটকও নেই। আসলে পঞ্চাশ বছরে কী দায়িত্ব পালন করেছি শিল্পীরা? মহাকাব্যিক ব্যঞ্জনা নিয়ে কোনো ছবি কি দাঁড়িয়েছে?’

দেশে হিন্দি সিনেমা আনতে আপত্তি নেই জানিয়ে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘জুলহাস নূর জিজ্ঞেস করলেন, হিন্দি সিনেমা দেশ্ব আনলে সমস্যা আছে কি না! আমি মনে করি না সমস্যা আছে। বলা হয়, এতে করে ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। কিন্তু কোথায় আছে আমাদের ইন্ডাস্ট্রি?’

বিজ্ঞাপন

জীবনের পাঠ নিতে অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন, ‘অধিকার নিয়ে বলছি, ফরমাল ইন্সটিটিউট খুবই দরকার আছে। জীবনের পাঠ নিতে হলে সবচে বেশি দরকার অপ্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানের শিক্ষা। পরিবার, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানিক, ধর্ম—এগুলো অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের খেলার মাঠ নেই, থিয়েটার নেই, সিনেমা হল নেই। গুলশান-বনানী-মিরপুর-লালবাগ কোথাও একটা থিয়েটার হল নেই। ইচ্ছে করে এসব করা হচ্ছে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ সামাদ বলেন, ‘সিনেমা আমাদের বাস্তব জীবনেরই বহিঃপ্রকাশ। এ থেকে আমরা ন্যায় অন্যায় ভালো মন্দ শিক্ষা পাই। মূলত জীবনের বাস্তব প্রতিচ্ছবি সিনেমার মাঝে ফুটে ওঠে।’

প্রসঙ্গত, পাঁচদিনব্যাপী এই উৎসবের অংশ হিসবে আগামীকাল দ্বিতীয় দিন সকাল ১০টায় আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’, দুপুর ১ টায় শাহিন দিল-রিয়াজ পরিচালিত প্রামাণ্যচিত্র ‘শিল্প শহর স্বপ্নলোক’, বিকেল সাড়ে তিনটায় ইয়াসমিন কবির পরিচালিত প্রামাণ্যচিত্র ‘পরবাসী মন আমার’, সুবর্ণা সেঁজুতি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢেউ’ এবং একই সাথে মিতালী রায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরে’ প্রদর্শিত হবে। এ ছাড়ক, সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে আলোচিত চলচ্চিত্র মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।

সারাবাংলা/আরআইআর/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় নাসির উদ্দিন রাজনীতি সংস্কৃতি

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর