Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেলে এসি থেকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৫

ঢাকা: রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালের নতুন ভবনের চার তলায় এসি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নতুন ভবনের চারতলায় কিডনি বিভাগে আগুন লাগে। পরে হাসপাতালের কর্মচারী-কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলেন।

কিডনী বিভাগের ওয়ার্ডবয় মো. আকবর হোসেন বলেন, ‘কিডনি বিভাগের বাইরের এসি থেকে আগুন লাগে। পরে আমরা সবাই মিলে আগুন নিভিয়ে ফেলি। কিডনি বিভাগে থাকা ৩০ জন রোগীর কোনো ক্ষতি হয়নি।

ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, কিডনি বিভাগের আগুনে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অন্যান্য রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করে। বর্তমানে অবস্থা স্বাভাবিক আছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

ঢাকা মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর