উত্তরায় চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৮
ঢাকা: রাজধানীর দক্ষিণখানে এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে সজীব চন্দ্র বর্মণ (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে জয়নাল মার্কেট সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে।
নিহত সজীব গাজীপুর কাপাসিয়া উপজেলার মৃত অরুণ চন্দ্র বর্মণের ছেলে। তিনি মুগদা এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সকালে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যান সজীব চন্দ্র। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝাঁকির কারণে হয়তো তিনি পড়ে যেতে পারেন।
এসআই আলী আকবর আরও জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ