পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৩
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৩
ঢাকা: পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
রোববার (৫ ফেব্রুয়ারি) তার পরিবারের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
পরিবার জানিয়েছে, তিনি দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
১৯৯৯ সালে পাকিস্তানে সামরিক আইন জারি করে জেনারেল পারভেজ মোশাররফ দেশটির প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন। পরে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সারাবাংলা/ইআ