Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একসাথে চলি ক্যানসার চিকিৎসায় বৈষম্য দূর করি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০২

ঢাকা: ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। দিবসটি উপলক্ষে ক্যানসার কেয়ার কমিউনিটি বাংলাদেশের আয়োজনে ক্যানসার লড়াকুদের অভিজ্ঞতা বিনিময় ও সভা অনুষ্ঠিত হয়েছে। ‘একসাথে চলি ক্যান্সার চিকিৎসায় বৈষম্য দূর করি’ স্লোগানকে সামনে রেখে এবার দিবসটি পালন করছে ক্যানসার কমিউনিটি সোসাইটি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই অভিজ্ঞতা বিনিময় ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অভিনেত্রী সারা, তাবেন্দা, ফটোগ্রাফার রায়না মাহমুদ, জেসমিন অনুষ্ঠানে নিজেদের ক্যানসার জার্নির অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় ক্যানসার লড়াকুদের সঙ্গে সংহতি ও ভালোবাসা জানিয়ে গান পরিবেশন এবং বিনামূল্য চারা গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যানসার সার্ভাইবার ও অপরাজিতা সোসাইটি এগেইনস্ট ক্যানসারের সংগঠক তাহমিনা গাফফার।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, লে. কর্নেল ডা. নাজলা, ডা. কর্নেল খালেদা, ডা. তুষার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ জামান, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক সানজিদা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সারাবাংলা/এসবি/এমও

ক্যানসার ক্যানসার চিকিৎসা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর