Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণস্বাস্থ্য ক্যানসার সেন্টারে চিকিৎসায় সিরিয়ালের প্রয়োজন নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৭

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার সেন্টারে চিকিৎসাসেবা নেওয়ার জন্য কোনো সিরিয়াল বা মাধ্যমের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস পালন করে গণস্বাস্থ্য কেন্দ্র। এ দিন গণস্বাস্থ্য নগর হাসপাতালের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে র‌্যালি এবং সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

এ সময় প্রচারপত্রে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গণস্বাস্থ্যের ক্যানসার সেন্টারে অল্প খরচে ক্যানসার চিকিৎসা করা হয়। বাংলাদেশে একমাত্র ইলেকট্রনিক ব্যাকিথেরাপি মেশিনের সাহায্যে চিকিৎসা করা হয়। ক্যানসার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই। গণস্বাস্থ্য ক্যান্সার সেন্টারে আসুন, অল্প খরচে চিকিৎসা নিন। চিকিৎসা খরচ দেশের যেকোনো হাসপাতালের চেয়ে কম। কেমোথেরাপি ও ক্যান্সারের অপারেশনসহ সব ধরনের চিকিৎসা করা হয়। কোনো সিরিয়াল বা মাধ্যমের প্রয়োজন নেই। সরাসরি ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালের ৭ম তলায় ক্যানসার বিভাগে চলে আসুন।

এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আয়োজন করা এক র‌্যালিতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. বদরুল হক, বিভাগীয় প্রধান অনকোলজি অধ্যাপক ডা মো. খোরশেদ আলম, শিশু ও ক্যান্সার বিভাগের অধ্যাপক ডা. কর্নেল (অব) শরমিন আরা ফেরদৌসী, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইদ-উজ-জামান অপু ও অনকোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাশেদা কানিজ তন্বী।

উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্ব ক্যানসার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- সম্মিলিত কণ্ঠস্বর এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

ক্যানসার চিকিৎসা গণস্বাস্থ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর