Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির সিনেট নির্বাচনে বিএনপিপন্থীরা নেই, প্রার্থী ৪৩

ঢাবি করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৪

ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন! প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা এমন তথ্য দিলেও জামায়াতপন্থী হিসেবে পরিচিত ২৫ জনের একটি পূর্ণ প্যানেল নির্বাচন বর্জন করেছে। ফলে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন প্রার্থী।

গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সই করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। ওই তালিকায় ২৫ জন রেজিস্টার্ড গ্র‍্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ এ প্রার্থী হিসেবে সর্বমোট ৬৮জনের নাম প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

আগামী ১৮ মার্চ ঢাকায় এবং ৪ ও ১১ মার্চ ঢাকার বাইরে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন সর্বমোট ৬০ হাজার ২৫৯ জন ভোটার। নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় ছিল গত ১ থেকে ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৪ জানুয়ারি।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে ২৫ জনের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে আওয়ামীপন্থী গ্র্যাজুয়েটদের গণতান্ত্রিক ঐক্য পরিষদ। বিএনপিপন্থী গ্র্যাজুয়েটরা নির্বাচনে অংশই নিচ্ছেন না। অন্যদিকে, মনোনয়নপত্র জমা দিলেও কয়েকটি অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতপন্থী হিসেবে পরিচিত অধ্যাপক ড. আব্দুর রবের নেতৃত্বাধীন ২৫ জনের একটি প্যানেল। এছাড়া, এনবিআরের প্রথম সচিব ড. নেয়ামুল ইসলামের নেতৃত্বে ৯ থেকে ১০ জন প্রার্থী নিয়ে আলাদা একটি প্যানেল করেছেন গ্র্যাজুয়েটদের একটি অংশ।

এদিকে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তিন দিন আগে জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জামায়াতপন্থী হিসেবে পরিচিত প্যানেলটির নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রব।

বিজ্ঞাপন

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নানাভাবে হয়রানি এবং একজনকে গ্রেফতার করায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছেন না বলে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন— সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে আব্দুর রব।

এছাড়া, এনবিআরের প্রথম সচিব ড. নেয়ামুল ইসলামের নেতৃত্বে গঠিত প্যানেলটির লক্ষ্য-উদ্দেশ্যসহ সার্বিক বিষয় কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্যানেলটির মূল নেতা। সারাবাংলাকে তিনি বলেন, ‘আমরা ৯-১০ জন সমমনা মানুষ প্রার্থী হয়েছি। কয়েকদিনের মধ্যে আমাদের নাম, লক্ষ্য-উদ্দেশ্য ঠিক করা হবে।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ঢা‌বি সিনেট নির্বাচন