Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ইজিবাইকের সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৫

বরিশাল: বরিশাল-খুলনা মহাসড়কে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামে নুরানী মাদরাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই ১০ মাস বয়সী ইসমাইল আহত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গালুয়ার বাসিন্দা আল আমিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মা ও দাদির সাথে শিশু সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে উপজেলার গালুয়া এলাকা থেকে ইজিবাইকে উপজেলা শহরে আসছিল। পথিমধ্যে বেপরোয়া গতির আরেকটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে ইজিবাইকটি উল্টে যায়। এতে দুই শিশু ছিটকে পড়ে আঘাত পায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

দুই ইজিবাইকের সংঘর্ষ মাদরাসা ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর