Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসক্লাবের সামনে মুখোমুখি ‘গণতন্ত্র বিকাশ’ ও ‘গণতন্ত্র মঞ্চ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৮

ঢাকা: আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে বিষয়ে পাল্টাপাল্টি সমাবেশ করেছে দু’টি জোট। ১৭টি দল নিয়ে গঠিত ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। অন্যদিকে একইসময়ে ৭টি দল নিয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’ সরকার পতনের দাবিতে সমাবেশ করেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘গণতন্ত্র বিকাশ’ মঞ্চের নেতারা সরকারের উন্নয়নের প্রশংসা করে বলেন, ‘দলীয় সরকারের অধীনেই তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখবে।’

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয়ে তারা বলেছেন, ‘দেশে কিছু সংখ্যক অসাধু ব্যাবসায়ী রয়েছে, তারা খাদ্যসামগ্রী মজুদ করে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করার পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে।’

অপরদিকে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘মেগাপ্রকল্প বন্ধ করতে হবে। দেশের মানুষকে অভাব থেকে বাঁচাতে হবে। জনগণ তিন বেলা খেতে পাচ্ছে না।’ গণতন্ত্র মঞ্চের নেতারা দেশকে বাচাঁতে গণতন্ত্র রক্ষায় শিগগিরই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গড়ার আহ্বান জানান। এজন্য তারা আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরাম হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরু, ভাসানী অনুসারীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান আ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণতন্ত্র বিকাশ গণতন্ত্র মঞ্চ টপ নিউজ প্রেসক্লাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর