মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫
মানিকগঞ্জ: দিগন্ত পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডসংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হৃদয় খান (২৩) দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলটি বাসের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় খানের মৃত্যু হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমও