Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৪

ঢাকা: রাজধানীর বংশালে ভবনের ছাদ থেকে নিচে পড়ে উজ্জ্বল মুন্সী (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি পেশায় বিদ্যুৎ মিস্ত্রী।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যান বাড়ি এলাকায় থাকতেন উজ্জ্বল মুন্সী।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বিল্লাল হোসেন জানান, পুরান ঢাকার সাত রৌজা এলাকায় ‘বিল্লাল লাইটিং ডেকোরেশন’ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। উজ্জ্বল তার প্রতিষ্ঠানে ৩-৪ বছর যাবত বিদ্যুৎ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। সন্ধ্যায় বংশাল মুকিম বাজার কবরস্থানের পাশে একটি বাড়িতে ডেকোরেশনের বাতি খোলার সময় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বংশাল এলাকায় একটি বাসায় ডেকোরেশনের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত হন। সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

ছাদ থেকে পড়ে মৃত্যু বিদ্যুৎ মিস্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর