Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৭

নরসিংদী: জেলার মনোহরদী উপজেলার একটি কলাবাগান থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম পঞ্চমণি দাস (৪০)।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের আড়াল রথতলা রাস্তার পাশের একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাসের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১দিকে পঞ্চমণি দাস ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনি রাতে কয়েকবার তার ব্যবহৃত ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার দুপুরে ১২টার দিকে কলাবাগানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পঞ্চমণির মরহেদ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনএস

নরসিংদী মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর