Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২২

ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ট্রাকের হেলপারের পরিচয় পাওয়া যায়নি। নিহত ভ্যানচালকের নাম মিলন মিয়া (২৪) । তিনি ত্রিশাল ধানীখোলার চর কুমারিয়া গ্রামের বাসিন্দা।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, সকালে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বৈলরে বিকল হয়ে পরে। তখন বিকল ট্রাক মেরামত ও মালামাল আনলোড করার জন্য লোকজন ট্রাকের পাশে দাড়ানো ছিল। এ সময় পিছন থেকে আসা আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার ও ভ্যান চালক মারা যান।

লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

২ ট্রাকের সংঘর্ষ নিহত ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর