Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৩

চট্টগ্রাম ব্যুরো: লোহাগাড়ায় মোটরসাইকেল চুরির কয়েকটি অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেফতার করেছে। তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত লোহাগাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলো- আসিফুল ইসলাম (২২), বেলাল উদ্দিন (২৪), মো. মিজান (২৪)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে মোটরসাইকেল চুরির অভিযোগ আসছিল। এসব অভিযোগ তদন্তে নেমে আমরা প্রথমে আসিফকে গ্রেফতার করি। পরে তার দেওয়া তথ্যে আরও দু’জনকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

‘গ্রেফতার আসামিরা সবাই মোটরসাইকেল চোরাই সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আট জনের নাম উল্লেখ করে ও তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের অভিযান চলছে।’

গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ওসি জানান।

সারাবাংলা/আইসি/এমও

অভিযান পুলিশ মোটরসাইকেল মোটরসাইকেল চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর