Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ইউএস বাংলার বাসে ১৪ কেজি সোনা

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৩

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বাস থেকে ১৪ কেজির ১২০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেনটিভ) সৈয়দ মোকাদ্দেস হোসাইন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার, ২ অতিরিক্ত কমিশনার, ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঢাকা কাস্টমস হাউস। দুবাই থেকে আসা ইউএস বাংলার বিএস ফ্লাইটটি সকাল ৬টা ৫৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। এরপর ঢাকা কাস্টমস হাউসের অভিযানিক চৌকস টিম পুরো বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

এরপর বিমানবন্দরের ভেতরে থাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের ৫টি বাসে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ১১৩ নম্বর বাসটির সিটের নিচ থেকে কালো স্কসটেপে মোড়ানো ৪টি বান্ডেল পাওয়া যায়। যার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ১২০টি সোনার বার। যার ওজন প্রায় ১৪ কেজি। বাংলাদেশি টাকায় বাজার মূল্য ১৫ কোটি টাকার বেশি।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসাইন জানান, সোনা উদ্ধারের ঘটনায় ইউএস বাংলার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসজে/ইআ

ইউএস-বাংলা সোনা উদ্ধার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর