Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তামার তারসহ ৩ চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১২

বাগেরহাট: বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্টে (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) তামার তারসহ ৩ চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে ৯ কেজির বেশি তামার তার উদ্ধার করা হয়। এ নিয়ে গেল ১০ মাসে ৫২টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৫৮ লাখ ৬ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল জব্দ ও ৩৮ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

আনসার ব্যাটালিয়নের-৩ অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কেন্দ্রের প্রধান ফটক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকার মো. আবু সোলেমান আকোনের ছেলে মো. মামুন আকোন (২৩), মো. নাঈম শেখের ছেলে মো. বিল্লাল শেখ (২০) এবং বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ইমন শেখের ছেলে মো. ইমরান শেখ (২১)।

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা হবে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমও

তামার তার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর