Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের প্রথম মাসেই ডেঙ্গুতে মৃত্যু ৬ জনের, আক্রান্ত ৫৬৮

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০২

ঢাকা: ২০২৩ সালের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা দু’জনেই ঢাকার। ঢাকার বাইরে কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

আরও জানানো হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২৭৪ জন এবং ঢাকার বাইরে ২৯৪ জন রয়েছেন। একইসময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৫১৮ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৪৯ জন, ঢাকার বাইরে সারাদেশে ২৬৯ জন।

উল্লেখ্য, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন। এই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

সারাবাংলা/এসবি/এমও

ডেঙ্গু ডেঙ্গুতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর