পাতালরেলের ফলক উন্মোচনের পর সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী
২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫
ঢাকা: ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায় প্রথম পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এ উপলক্ষে আয়োজিত সুধী সামাবেশ মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রূপগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়সংলগ্ন রাজউকের কমার্শিয়াল প্লট মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশের সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় এই কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি মূলত দ্বিতীয় মেট্রোরেল ও প্রথম পাতালরেল। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায় প্রথম পাতালরেলের নির্মাণকাজ চলবে।
স্মার্ট পরিবহন যুগে বাংলাদেশ, পাতালরেলের নির্মাণ কাজ উদ্বোধন
পাতালরেল নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক উপস্থিত রয়েছেন।
এদিকে গত ১৪ বছরে বদলে গেছে শীতলক্ষ্যা নদীর দুইপাড়ের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় এই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন তুলে ধরে নতুন বছরের শুরুতে স্মার্ট পরিবহন যুগে প্রবেশের দ্বার উন্মোচন করে আবারও আগামী নির্বাচনে জনগণের রায় বিবেচনায় ভোট প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ঢাকা-রূপগঞ্জ: পাতাল রেলের যুগে বাংলাদেশ, নির্মাণকাজ উদ্বোধন আজ
সারাবাংলা/এনআর/এমও