Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট পরিবহন যুগে বাংলাদেশ, পাতালরেলের নির্মাণ কাজ উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৩

ঢাকা: সরকারের টানা মেয়াদে বদলে গেছে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন। যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে স্মার্ট পরিবহন যুগেও প্রবেশ করেছে বাংলাদেশ। ইতোমধ্যে গত বছর বিজয়ের মাসে মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে যার দ্বার সূচনা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। মেগাসিটিতে পরিবহন সেবায় মেট্রোরেলের পর এবার স্মার্ট পরিবহন হিসাবে দেশের প্রথম পাতাল মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশের প্রথম মেট্রোরেলের পর এবার ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায় প্রথম পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। সকাল ১১টায় পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় এই কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি মূলত দ্বিতীয় মেট্রোরেল ও প্রথম পাতালরেল।

পাতালরেল নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচন শেষে মোনাজাত অংশ নেন তারা।

এই উপলক্ষে আয়োজিত সমাবেশের সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি শেখ হাসিনা ও রূপগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবুসহ অন্যরা উপস্থিত আছেন।

উড়াল পথে মেট্রোরেল যাত্রার পরে এটিই হতে যাচ্ছে দেশের মেট্রো রেলের প্রথম পাতালযাত্রা। পাতালরেল নির্মাণে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। যার মধ্যে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা জাপানি ঋণ আর বাকি অর্থ ব্যয় করা হবে। আর বাকি অর্থ সরকারি তহবিল থেকে মেটানো হবে। এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। যাত্রী পরিবহন সক্ষমতা ২০২৬ সালে হবে দৈনিক ৮ লাখ।

বিজ্ঞাপন

এদিকে গত ১৪ বছরে বদলে গেছে শীতলক্ষ্যা নদীর দুইপাড়ের নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলা। আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় এই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। রূপগঞ্জ উপজেলাবাসী বলছেন, প্রত্যাশার চেয়ে প্রাপ্তিই বেশি। শিল্পাঞ্চলখ্যাত এ উপ‌জেলায় এখন শান্তির সুবাতাস।

আরও পড়ুন: ঢাকা-রূপগঞ্জ: পাতাল রেলের যুগে বাংলাদেশ, নির্মাণকাজ উদ্বোধন আজ

সারাবাংলা/এনআর/এমও

উদ্বোধন পাতালরেল স্মার্ট পরিবহন