Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষে বাবা-ছেলে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৩

ময়মনসিংহ: চুরখাই এলাকায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলে খুন হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চুরখাইয়ের জামতলা এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবা আবুল খায়ের (৬০) ও ছেলে ফরহাদ হোসেন (২০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেলে হাসপাতালে আনার পর দুইজন মারা গেছেন। আহত তিন জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।’

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘চুরখাই জামতলা এলাকার নিহত আবুল খায়েরের সঙ্গে একই এলাকার কামাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। আজ জমি মাপ দেওয়াকে কেন্দ্র করে কামাল মিয়া তার তিন ছেলে এবং স্ত্রী মিলে দেশি অস্ত্র নিয়ে আবুল খায়ের ও ছেলে ফরহাদ হোসেনের ওপর হামলা করে। হামলায় বাবা-ছেলেসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

জমি নিয়ে বিরোধ বাবা-ছেলে খুন ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর