ফেব্রুয়ারির ১ম দিনে সুপ্রিম কোর্টে বাংলায় দেড়শ রায়-আদেশ
২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫০
ঢাকা: ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাসের (ফেব্রুয়ারি) প্রথমদিনে দেড় শতাধিক রায় এবং আদেশ বাংলায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে এসব রায় দেওয়া হয়।
এদিন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ১৪৫টি আদেশ বাংলায় দিয়েছেন। আদেশ দেওয়ার সময় তিনি জানিয়েছেন, এখন থেকে চেম্বার আদালতে বাংলায় আদেশ দিয়ে যাবেন।
এছাড়া হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার একটি রায়, বিচারপতি মো. নজরুল ইসলাম ইসলাম তালুকদার একটি, বিচারপতি মো. আশরাফুল কামাল একটি এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি আদেশ বাংলায় দিয়েছেন।
বাংলা ভাষায় রায় দেওয়ার বিষয়টিকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘এসব রায় ও আদেশ বিচারপ্রার্থীদের কাজে লাগবে।’
এদিন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ‘মো. আক্কাস আলী বনাম বাংলাদেশ’ মামলার রায়টি বাংলায় ঘোষণা করেন।
অর্পিত সম্পতি সংক্রান্ত এ রিট মামলাটির রায় দেওয়ার আগে বিচারপতি নাইমা হায়দার বলেন, ‘আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস আজ থেকে শুরু। ভাষা শহীদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সব বাংলা ভাষাভাষীদের প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় ঘোষণা করছি।’
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফৌজদারি রিভিশন মামলায় রুল চূড়ান্ত নিষ্পত্তি করে বাংলায় রায় ও আদেশ দেন।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ একটি আদেশ দিয়েছেন।
বাংলায় দেওয়া আদেশে রাজশাহীর বাগমারা উপজেলায় সড়কের পাশে লাগানো অর্ধশত তালগাছ মেরে ফেলার জন্য কীটনাশক প্রয়োগকারী স্থানীয় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহরিয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হয়ে কীটনাশক প্রয়োগের বিষয়ে তাকে ব্যাখ্যা জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সারাবাংলা/কেআইএফ/এমও