ছাত্রলীগের আবেদনে তিতুমীর কলেজে স্বাস্থ্য সেবা কেন্দ্র
২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৭
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তিতুমীর কলেজ ছাত্রলীগ কলেজ প্রশাসন কর্তৃক এ বিষয়ে লিখিত আবেদন জানিয়েছিল। আবেদনের বিষয়টি আমলে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এখানে তিতুমীর কলেজের সকাল শিক্ষক এবং শিক্ষার্থীরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা পাবেন। এর আওতায় বিনা মূল্যে ঔষুধও সরবরাহ করা হবে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনে স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েলসহ অনেকে।
প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধনের পর প্রথম জন হিসেবে সেবা নিয়েছেন অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম। নিজ বক্তব্যে তিনি বলেন, ‘সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ। পূর্বে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার মতো এখানে কোনো ব্যবস্থা ছিল না। পূর্বে চিকিৎসা সেবা কেন্দ্র ছিল তবে কোনো কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীদের একটা দাবি ছিলো জরুরী প্রয়োজনে চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল সেন্টার চালু করা। আজ মেডিকেল সেন্টার উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
এ সময় উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন বলেন, ‘বিভিন্ন সময়ে নানা কারণে আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। আমাদের শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে সেবা দেওয়া, বে-সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর বিপরীতে অনেক টাকা ব্যায় হয়। এসব নানান দিক বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার জন্যেই মূলত আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছি।’
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু বলেন, ‘ছাত্র নেতৃবৃদন্দের মধ্যে থেকে এগিয়ে এসেছে কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক এবং অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম একটা মিটিং করে টিম করে দিয়েছিলেন। সেই টিমের নেতৃত্বে আমরা আজকে এতো সুন্দর একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র পেয়েছি। আগামীতে এই স্বাস্থ্য সেবা আরো এগিয়ে যাবে। আমরা অনুভব করছি একটি এম্বুলেন্সেরও প্রয়োজন আছে।’
বিভিন্ন সময় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি বিভিন্নভাবে কলেজে একটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের দাবি তুলে ধরেছে বলেছেন প্রফেসর মালেকা আক্তার বানু।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘গত বছর আমাদের কলেজে আন্তঃ ফুটবল প্রতিযোগিতা চলাকালীন সময়ে কলেজের অধ্যক্ষ হিসেবে নতুন যোগদান করেছিলেন প্রফেসর ফেরদৌস আরা বেগম। তখন আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছে আহবান করেছিলাম একটি স্বাস্থ্য সেবা কেন্দ্রের জন্য। আমাদের কলেজে আমরা একটি ক্যান্টিন স্থাপন করেছি, একটি মুক্ত মঞ্চ স্থাপন করেছি, একটি বঙ্গবন্ধু মুর্যাল স্থাপন করেছি। কিন্তু আমাদের আরও একটি প্রাপ্তির জায়গা শূন্য থেকে গিয়েছিল, যা স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। আজ এটা বাস্তবায়িত হয়েছে বলে আনন্দিত হয়েছি।’
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হক জুয়েল বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাতে চায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে। সরকারি তিতুমীর কলেজে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের দাবি ছিলো যে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা। আমরা এর আগে অধ্যক্ষ ম্যাম বরাবর আবেদন জানিয়েছিলাম। নতুন অধ্যক্ষ মহোদয় যোগদানের সাথে সাথে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয় বরাবর একটি দরখাস্তও জমা দেওয়া হয়। আমাদের ছাত্রলীগের দাবির প্রেক্ষিতে ভাষার মাসে প্রথম দিনে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র শিক্ষার্থীদের উপহার দিয়েছেন আমাদের অধ্যক্ষ। অনেক ভালো লাগছে।’
সারাবাংলা/এসএইচএস
প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ