পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলা, নিহত ৮
১৭ ডিসেম্বর ২০১৭ ১৫:২৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ২০:১৬
সারাবাংলা ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা নগরীর একটি গির্জায় রোববার আত্মঘাতী হামলা চালানো হয়েছে। ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এবং পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জেম আনসারি এ হামলা ও প্রাণহারি খবর নিশ্চিত করেছেন। আহতদের কোয়েটার বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে চারটি মৃতদেহ এবং আহত ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে।
পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জেম আনসারি জানান, সাপ্তাহিক প্রার্থনার দিন হওয়ায় গির্জায় চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। গির্জায় দুইজন ব্যক্তি আত্মঘাতী এই হামলা চালায়। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
সারাবাংলা/ এমএইচটি