Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় এক পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন, টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালীর মোহাম্মদ মঞ্জুর প্রকাশ কল মঞ্জুর, তার স্ত্রী আমিনা খাতুন ও ছেলে মো. ফোরকান। সেই সঙ্গে কল মঞ্জুর ও তার স্ত্রী আমিনা খাতুনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে একবছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ফোরকানকে ৫০ হাজার টাকা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে এস.টি মামলা নং-২৪৯/২১ শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারক নিশাত সোলতানা।

মামলার প্রধান আসামি মো. ফোরকান পলাতক। অপর দুই আসামি মো. মঞ্জুর প্রকাশ কল মঞ্জুর ও স্ত্রী আদালতের এজলাসে হাজির ছিলেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোজাফ্ফর আহমদ হেলালী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সলিমুল মোস্তফা ও সিরাজুল ইসলাম (৪)।

মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফ বাহারছড়ার উত্তর শীলখালী বইল্যাছড়া এলাকায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে হামলা করা হয়। পরেরদিন তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন নিহত আব্দুল করিমের স্ত্রী খোরশিদা বেগম। যার জি.আর মামলা নং-৭৪৯/২০১৯। থানা মামলা নং-৭০/২০১৯।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২১ সালের ১৭ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়। তার আগে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

সারাবাংলা/একে

কক্সবাজার হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর