Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে উপনির্বাচন কাল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৩ ২২:২৮

ঢাকা: বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচন আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ছয়টি আসন হলো ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া ৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাপাইনবাবগঞ্জ- ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে কোনোরকম বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপনির্বাচনের সব কয়টি আসনে ইভিএমে ভোট নেওয়া হবে। তবে উপনির্বাচনে কোনো আসনে সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে না।

বিজ্ঞাপন

ছয়টি আসনের উপনির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, ‘জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপনির্বাচন সুন্দরভাবে সম্পন্নের জন্য সব আয়োজন শেষ হয়েছে। এজন্য দেড়গুণ ইভিএম সরবরাহ করা হয়েছে। এছাড়া সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।’

এদিকে, ছয়টি আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আব্দুল ওয়াদুদ ও বগুড়া-৬ আসনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আসান রিপু। এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনটি ওয়ার্কার্স পার্টি ও বগুড়া-৪ আসন জাসদ ইনুর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় কোনো প্রার্থী না দিয়ে তা উন্মুক্ত রাখা হয়েছে। এ আসনে বিএনপির পদত্যাগী এমপি উকিল আব্দুস সাত্তার ফের প্রার্থী হওয়ায় এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনে ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয়জন। এই আসনে ভোটকেন্দ্র ১২৮টি, ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ আসনে প্রার্থী নয় জন। ভোট কেন্দ্র ১১২টি। মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন। বগুড়া-৬ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ জন। মোট ভোটকেন্দ্র ১৪৩টি, ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয় জন। আসনটিতে ভোটকেন্দ্র ১৮০টি, ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিন জন। এখানে ভোটকেন্দ্র ১৭২টি, মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এছাড়াও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রার্থী পাঁচ জন। ভোটকেন্দ্র ১৩২টি, মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত বিএনপির মহাসমাবেশ থেকে সাত এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার পর দিন ১১ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন পাঁচ এমপি। শারীরিক অসুস্থতা ও বিদেশে অবস্থান করায় বাকি দু’জন যেতে পারেননি। পরে সেখান থেকে ছয়জনের আবেদন গ্রহণ করে সংসদ সচিবালয়। সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

উপনির্বাচন ছয় আসন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর