আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে হাছিনা গাজীর অনুদান
৩১ জানুয়ারি ২০২৩ ২১:০২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ২১:১১
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। একইসঙ্গে এক নবজাতক শিশুকে জন্ম সনদ ও উপহার সামগ্রী দেন তিনি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার খাদুন এলাকায় তারাব পৌরসভা কার্যালয়ে চেক ও জন্ম সনদ প্রদান করেন মেয়র।
এর আগে, গত ১০ জানুয়ারি রূপসী মীর বাড়ি এলাকার শামসুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শামসুল হকের বসতঘর পুড়ে যায়। তাই ভুক্তভোগী পরিবারটিকে অর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া মুগরাকুল এলাকার মোহাম্মদ নাসির মুন্সি ও কহিনুর বেগমের ৫ দিন বয়সী সন্তান জান্নাতুল ফেরদৌস নাফিসার জন্ম সনদ তুলে দেওয়া হয়। জন্মের ৫ দিনের মধ্যে তারাব পৌরসভায় জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করায় নবজাতকের মাকে উপহার সামগ্রী দেন মেয়র হাছিনা গাজী।
এ সময় তারাব পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল মতিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস