পদযাত্রা কিংবা বসার যাত্রা, কোনোটাতেই লাভ হবে না: তথ্যমন্ত্রী
৩১ জানুয়ারি ২০২৩ ১৮:৫১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:৪০
চট্টগ্রাম ব্যুরো: বিএনপি দম হারিয়ে মিছিলের পরিবর্তে এখন হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউতে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের ‘ফিজিবিলিটি স্টাডি’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিএনপির আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সম্ভবত তাদের (বিএনপি) দম ফুরিয়ে গেছে, এজন্য তারা এখন মিছিলের পরিবর্তে হাঁটা শুরু করেছে। বিএনপি পদযাত্রা করুক আর বসার যাত্রা করুক, তাদের এসব যাত্রাই কোনো লাভ হবে না। কারণ এসব পদযাত্রায় জনগণ তো দূরের কথা, সাধারণ কর্মীরাও শামিল হয়নি।’
‘বাস্তবতা হচ্ছে, বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি পেট্রোলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। আবার জনগণের কাছে যেতে হলে বিএনপিকে এই অপরাজনীতির জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’
‘এদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না’- মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়াসহ সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবেই হবে। সংসদীয় গণতন্ত্রের সব দেশে যে সরকার ক্ষমতায় থাকে, তারাই নির্বাচনকালীন দায়িত্ব পালন করে। আমাদের দেশেও তাই হবে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।’
বিএনপি নির্বাচনে অংশ না নিলে গণতন্ত্র সংকটে পড়বে কিনা- এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘যে কোনো দল বা যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের সমর্থনের ওপর বিশ্বাস করে, তারা যদি নির্বাচন বর্জন করে তাহলে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। বিএনপি বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে পারছে কি না আমি জানি না। যদি নির্বাচন বর্জন করে তারা মানুষের কাছ থেকে আরও যোজন-যোজন দূরে সরে যাবে।’
বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
সারাবাংলা/আইসি/এনইউ