Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৩ ১৮:০১

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলায় নিজ ঘর থেকে সাইদুল ইসলাম লেদু (৫০) নামে এক প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের ভাতিজি সাথী খাতুন বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে চাচা সাইফুল ইসলাম চিৎকার শুনে দৌড়ে তার ঘরে যাই। গিয়ে দেখি চাচা ছুরি দিয়ে নিজের গলা কাটছে। এ সময় চিৎকার দিয়ে স্থানীয়দের ডাক দিলে তারা এসে গলাকাটা অবস্থায় চাচাকে দেখতে পান। পরে চাচাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, ‘খবর পেয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে রিপোর্ট পেলে ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এনএস

মরদেহ উদ্ধার সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর