শপথ নিলেন রসিক মেয়র ও কাউন্সিলররা
৩১ জানুয়ারি ২০২৩ ১৫:০৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:১৩
ঢাকা: রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শপথ নিয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন তিনি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কবরী হলে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সিটির করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
শপথ বাক্য অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণলায়ের সচিব মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছরের ২৮ ডিসেম্বর রসিক নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছিলেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
সারাবাংলা/এনআর/এমও