Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩ ১৪:২৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:০৩

পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। সোমবার (৩০ জানুয়ারি) পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকার মসজিদে বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে। মসজিদটিতে বেশিরভাগ মুসল্লি ছিলেন পুলিশ সদস্য। মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার সময় বোমা বিস্ফোরণ হয়।

প্রাথমিকভাবে মসজিদটিতে আত্মঘাতি বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একজন কমান্ডার। তবে পরে টিটিপি এই বোমা হামলার দায় অস্বীকার করে।

বিজ্ঞাপন

মসজিদটি পেশোয়ারের উচ্চ নিরাপত্তা বলয় রেড জোন এলাকার মধ্যে অবস্থিত ছিল। এর পাশেই রয়েছে পুলিশ সদর দফতর এবং কাউন্টার টেরোরিজম ব্যুরোর কার্যালয়। বোমা বিস্ফোরণের সময় মসজিদে ৩০০ থেকে ৪০০ মুসল্লি নামাজ পড়ছিলেন।পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান দ্য ডনকে বলেন, মসজিদে হতাহতদের মধ্যে ৯০ শতাংশই পুলিশ সদস্য।

গতকাল বোমা বিস্ফোরণের পর বেশিরভাগ আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করেও ওই হাসপাতালে রাখা হয়। সোমবার দিন শেষে নিহতের সংখ্যা দাঁড়ায় ৫৯ জন। এর মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য। মঙ্গলবার দুপুরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০০ জনে।

টিটিপি শুরুতে দায় স্বীকার করে পরে অস্বীকার করলেও সন্দেহের তীর তাদের দিকেই রয়েছে। সম্প্রতি টিটিপি পাকিস্তানের সীমান্ত প্রদেশগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এছাড়া পাকিস্তানে বিদেশি বিনিয়োগের বিভিন্ন হাব লক্ষ্য করে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এতে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ হুমকির মুখে পড়ছে।

বিজ্ঞাপন

টিটিপির লাগাতার হামলায় মদত দেওয়ার জন্য আফগান তালেবানকে দায়ী করে আসছে পাকিস্তান। তবে আফগান তালেবান বরাবরই দায় অস্বীকার করে আসছে। এ নিয়ে দুই দেশের নেতারা প্রায়ই অভিযোগ পাল্টা অভিযোগ করেন।

পাকিস্তানের একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, শুধু ২০২২ সালে ১৫০টির বেশি হামলা চালিয়েছে টিটিপি। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পাকিস্তানের ক্ষমতা দখলের জন্য উদ্বুদ্ধ হয়ে উঠেছে টিটিপি।

গত মাসে টিটিপিকে দমনে আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ নেতৃত্ব।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

পাকিস্তান

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর