Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে সড়কদ্বীপের গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৩ ১০:২০

ঢাকা: কয়েক সপ্তাহ ধরে ধানমন্ডির সাতমসজিদ সড়কের সড়কদ্বীপ উন্নয়নের কাজ চলছে। এসময় আবাহনী মাঠের বিপরীতে স্টার কাবাব থেকে জিগাতলা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক গাছ কেটে ফেলা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সেখানে এমনভাবে কংক্রীটের সড়কদ্বীপ তৈরি করা হচ্ছে যে পরবর্তী সময়ে গাছ রোপণ করা হলেও টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ। এর প্রতিবাদে সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মানববন্ধন করা হয়। কিন্তু এসময় তাদের শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ।

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে সাতমসজিদ সড়কের অবশিষ্ট গাছ রক্ষায় ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে।

মানববন্ধন শেষে একটি তাৎক্ষণিক সভাও করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল, এলাকাবাসীর মধ্য থেকে শারমিন মুর্শিদ, ড. মুজিবুর রহমান হাওলাদার, আমিরুল রাজিব, মান্নান মুনির, ইমতিয়াজ আলম বেগ, মোস্তফা জামান, সৈয়দ মুহাম্মদ জাকির এবং আমিনুল ইসলাম ইমন।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ সড়কে গাছ কেটে সড়কদ্বীপের উন্নয়ন করছে। এটি আইনবিরুদ্ধ ও পরিবেশবিধ্বংসী। এ ধরনের উদ্যোগ উক্ত এলাকা তথা রাজধানীর দূষণ পরিস্থিতিকেও আরও নাজুক করে তুলবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বিশ্বে ঢাকা শহর বায়ু দূষণের শীর্ষে অবস্থান করছে। এছাড়া দিন দিন দূষণের বৃদ্ধিতে জনস্বাস্থ্য হুমকিতে পড়ছে।

এসব নিয়ে ধানমন্ডির সাতমসজিদ সড়কের জাতীয় নদী জোটের কার্যালয়ে স্থানীয় অধিবাসীরা মিলিত হয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই আয়োজনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জাতীয় নদী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল সংহতি জানান।

বিজ্ঞাপন

এছাড়া মঙ্গলবার বিকেল ৪টায় ধানমন্ডি সাতমসজিদ সড়কসংলগ্ন আবাহনী মাঠের সামনে এলাকাবাসীর পক্ষ থেকে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে পরিবেশবাদী, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেবেন।

সারাবাংলা/আরএফ/এমও

ধানমন্ডি সড়কদ্বীপ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর