Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর সঙ্গে অভিমান করে গায়ে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৩ ২২:৩৯

ঢাকা: কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূ ফাহমিদা আক্তার (১৬) মারা গেছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফাহমিদার শরীরের ৯৯ শতাংশই দগ্ধ হয়েছিল। মুমূর্ষু অবস্থায় গতকালই তাকে আইসিউতে রাখা হয়ছিল। সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে, রোববার হাসপাতালে তার স্বামী পারভেজ খান জানান, তিনি লঞ্চের লস্কর হিসেবে চাকুরি করেন। তার স্ত্রী ফাহমিদা পোশাক কারখানার শ্রমিক ছিল। এক বছর আগে তাদের বিয়ে হয়। রোববার বিকেলে বাজার থেকে মাছ আনার পর মাছ কাটা নিয়ে সামান্য বিষয়ে তাদের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তিনি স্ত্রীকে একটি চড় দেন। এর কিছুক্ষণ পর ফাহমিদা রান্নাঘর থেকে কেরোসিন নিয়ে নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

পারভেজ আরও জানান, তিনি আগুন নেভানোর চেষ্টা করলেও তার স্ত্রীর সমস্ত শরীর ঝলসে যায়। আগুন নেভাতে গিয়ে পারভেজের হাতের আঙুলও দগ্ধ হয়। চিৎকার শুনে পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

গৃহবধূ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর