Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে রনি রেজার গল্পগ্রন্থ ‘খালুইভর্তি হাহাকার’

সারাবাংলা ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩ ২১:২০

ঢাকা: কথাশিল্পী, গীতিকার ও সাংবাদিক রনি রেজার গল্পগ্রন্থ ‘খালুইভর্তি হাহাকার’ আসছে অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মিজান স্বপন।

মেলার সোহরাওয়ার্দী উদ্যানে ১৭০, ১৭১ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। ছয়টি গল্প দিয়ে সাজানো বইটির দাম ১৬০ টাকা। বইটি সম্পর্কে লেখক বলেন, ‘বইয়ে স্থান পাওয়া প্রতিটি গল্পই সমসাময়িক। সময়কে ধারণ করে লেখা গল্পগুলোতে গণমানুষের কথা বলা হয়েছে। সেজন্য প্রতিটি চরিত্রই দৃশ্যমান।’

বিজ্ঞাপন

রনি রেজার প্রকাশিত অন্যান্য বইগুলো হলো- ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’ (গল্পগ্রন্থ) ও ‘পাখিবন্ধু’ (শিশুতোষ গল্প), ‘মস্তিষ্কের তৃতীয় মুদ্রণ’ (গল্পগ্রন্থ)। ‘খালুইভর্তি হাহাকার’ তার চতুর্থ বই।

তিনি সাহিত্যের ছোটকাগজ ‘কিচ্ছা’ সম্পাদনা করেন। অর্জন করেছেন ‘বেহুলা বাংলা বেস্ট সেলার বই সম্মাননা’, ‘ঢাকা সাব-এডিটর কাউন্সিল লেখক সম্মাননা’ এবং ‘সাহিত্য দিগন্ত লেখক সম্মাননা’।

সারাবাংলা/পিটিএম

খালুইভর্তি হাহাকার বইমেলা ২০২৩ রনি রেজা