১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুট সচল
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৩ ১১:২০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৪:২৫
৩০ জানুয়ারি ২০২৩ ১১:২০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৪:২৫
মানিকগঞ্জ: কুয়াশায় দীর্ঘ ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এরই মধ্যে মাঝ নদীতে আটকে পড়া তিনটি ফেরি ঘাটে ফিরেছে। ঘাটে আটকে পড়া যানবাহন গুলোকে ১৫টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।
তিনি আরও জানান, রোববার রাত ১০টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। ফলে রাত সোয়া ১১টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী সহকারে মাঝনদীতে আটকে পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।
সারাবাংলা/ইআ