Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যক্ষের অপসারণ দাবি মনিপুর স্কুল ও কলেজ অভিভাবক ফোরাম’র

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৩ ০০:১১

ঢাকা: মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ‘অবৈধ’ অধ্যক্ষের অপসারণ, ট্রাস্টি বোর্ড বাতিল ও শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অভিভাবক ফোরাম এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে মনিপুর স্কুল অভিভাবক ফোরামের আহ্বায়ক সাইফুল আলম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২০ সালের ২ জুলাই মনিপুরি স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ ফরহাদ হোসেনের চাকরির বয়স ৬০ বছর পূর্ণ হয়। এরপর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো-২০১৮ এর ১১.৬ বিধি লঙ্ঘন করে তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এটি আইনবিরোধী হওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ২০২০ সালের ৯ ডিসেম্বর এক তদন্তে তাকে অবৈধ ঘোষণা করে। পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক তদন্ত প্রতিবেদন গোপন করে ফরহাদ হোসেন গত ২০২২ সালের ১৩ অক্টোবর হাইকোর্টে এই আদেশটি স্থগিত করান। এরপর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ২০২২ সালের ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত থেকে হাইকোর্টের স্টে অর্ডারটি ভ্যাকেট করান। ফলে তারা বোর্ডের চিঠির কার্যকারিতা ফিরে পান ও ফরহাদ হোসেনকে চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করেন। এরপর হাইকোর্ট ২০২২ সালের ১৫ ডিসেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের আদেশ জারি করেন। এই আদেশ অমান্য করে অধ্যক্ষ ফরহাদ হোসেন এখনও অফিস কার্যক্রম পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

এছাড়া, এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে ট্রাস্ট করা যাবে না- এমন নিয়ম থাকলেও স্থানীয় সংসদ সদস্যকে রেখে নয় সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এসবের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটির নানা অনিয়ম তুলে ধরে এগুলোর আশু সমাধানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্ববান জানিয়েছে অভিভাবক ফোরাম।

সারাবাংলা/আরএফ/পিটিএম

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর