Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনার্জি রেগুলেটরি কমিশন বিলের বিরোধিতা করে মোকাব্বিরের ওয়াকআউট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৩ ১৯:২৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৯:৪০

ঢাকা: এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিলের বিরোধিতা করে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন গণফোরামের সদস্য মোকাব্বির খান। এই বিল পাস হলে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হবে বলে তিনি অভিযোগ করেন। বিলটি জনস্বার্থবিরোধী অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করেন তিনি।

রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৩ পাসের জন্য সংসদে উপস্থাপন করলে মোকাব্বির খান ওয়াকআউটের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এর আগে মোকাব্বির খান বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। এর পক্ষে তিনি বক্তব্য রাখেন এবং বক্তব্যে ‍বিদ্যুৎ খাতে দুনীতির সঙ্গে জড়িতদের রক্ষার জন্য ইনডেমিনিটি(দায় মুক্তি) দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এই বিলটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী যেহেতু প্রত্যাহার করেননি। তাই আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আমি ওয়াকআউট করলাম।’

মোকাব্বির খান আরও বলেন, ‘চোরে না শোনে ধর্মের কাহিনী। বঙ্গবন্ধু প্রায়ই সে কথা বলতেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের সুরক্ষা দিতে একবার ইনমেনিটি দেওয়া হয়েছিল। আজ দুর্নীতিবাজদের মুনাফাখোরদের সুরক্ষা দেওয়ার জন্য ইনডেমনিটিসহ বিলটি আনা হয়েছে। এর ফলে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম আরও বাড়বে।’

এর আগে জনমত যাচাইয়ের প্রস্তাব তুলে মুকাব্বির খান বলেন, ‘বিদ্যুতের কালো আইন তুলে দিয়ে দেখেন দুর্নীতিবাজরা কোথায় পালায়? বিদ্যুতের কালো আইন হলো ওদের কর্মকাণ্ডকে দেওয়া ইনডেমনিটি।’

 

সারাবাংলা/এএইচএইচ/একে

ওয়াকআউট টপ নিউজ সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর