Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ডিজেল-পেট্রোলের দাম বাড়ল ৩৫ রুপি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩ ১৫:৪০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৫:৪১

পাকিস্তানে ডিজেল ও পেট্রোলের দাম ৩৫ রুপি বেড়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকালে টেলিভিশন ভাষণে দামবৃদ্ধির ঘোষণা দেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। এর কয়েক মিনিট পরেই নতুন দাম কার্যকর হয়েছে।

ভাষণে ইসহাক দার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, আমরা পেট্রোল ও ডিজেলের দাম ৫০ রুপি বৃদ্ধি করছি। এর ফলে বাজারে পেট্রোল ও ডিজেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। অনেকেই পেট্রোল ও ডিজেল বিক্রি বন্ধ করে দিয়ে মজুত করছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ৫০ রুপি নয়, পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ রুপি বেড়েছে।

পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ইসহাক দারের ভাষণ শুরু হয়। এর ১০ মিনিট পর সকাল ১১টায় নতুন দাম কার্যকর হয়।

পাকিস্তানে জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী, পেট্রোল প্রতি লিটার ২৪৯.৮০ রুপি। হাই স্পিড ডিজেল প্রতি লিটার ২৬২.৮০ রুপি। কেরোসিন তেল প্রতি লিটার ১৮৯.৮৩ রুপি। লাইট ডিজেল প্রতি লিটার ১৮৭ রুপি।

অর্থমন্ত্রী বলেন, গত সপ্তাহে পাকিস্তানি রুপির অবমূল্যায়ন হয়েছে। এ কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ পাকিস্তান

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর