Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩ ১১:২৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৫:৩৯

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এই ঘটনা ঘটে। সংস্থাটি বলছে, বাসটিতে হালনাগাদ নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল এবং এই যানবাহনটির দুর্ঘটনা বিমা রয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

পেরুর বিপজ্জনক রাস্তায় অনেক চালক যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন। দেশটিতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়।

এর আগে, ২০২১ সালে দেশটির আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনায় ২৯ জন প্রাণ হারিয়েছিল।

সারাবাংলা/ইআ

বাস খাদে

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর