Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, একে অপরের শত্রু নই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৩ ২২:২৪

মনিকগঞ্জ: বিরোধী দলের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু একে অপরের শত্রু নই। আমরা রাজনীতি করি দেশেরে উন্নয়নের জন্য। দেশের মানুষের জন্য। কাজেই নিজেদের মধ্যে শত্রুতা করলে রজানীতির ক্ষতি হবে, দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। উন্নয়ন ব্যাহত হবে। দেশের মানুষের ক্ষতি হবে। সে জন্য যারা রজনীতি করে তাদের মধ্যে ঐক্য থাকা উচিত।’

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের মাঠে নব-নির্মিত ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাহিদ মালেক আরও বলেন, ‘আমাদের মাঝে ঐক্য না থাকলে তৃতীয় শক্তি রজনীতির মাঠ দখল করে নিয়ে যাবে। কাজেই আমাদের পরিছন্নভাবে রাজনীতি করতে হবে। বিএনপি-জামাত দেশের বাইরেও ষড়যন্ত্র চালাচ্ছে, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য। তাতে দেশের জনগণের ক্ষতি হবে। আপনাদেরও ক্ষতি হবে। সে কারণে আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করেন। দেশের জনগণ যাদের পছন্দ করে তাদেরই ভোট দিয়ে জয়ী করবে। এর বাইরে আর কোনো সুযোগ নাই।’

জাগীর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল লতিফ, পৌর মেয়র মো. রমজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ক্রীডা সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জাগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

মনিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর