Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৩ ২১:০০

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙা গ্রামে দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) আনুমানিক ৩টার দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘনাটি ঘটে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত যুবক হলেন— মামুন (২৫)। তিনি উপজেলার কুলপালা গ্রামের আরব প্রবাসী মোসলেমের ছেলে। আর আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালক রাজীব (২৫)। তিনি কুষ্টিয়ার মীরপুর উপজেলার আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম জানান, বিপরীত দিকে থেকে আসা দুটি মোটরসাইকেলের চালক দ্রুতগতিতে মোড়ভাঙা দাসপাড়া মোড় অতিক্রম করছিললেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল দুটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মামুন (২৫) নিহত হয়েছেন। আর অপর মোটরসাইকেল চালক রাজীব (২৫) মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আহত রাজীবকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, নিহত মামুনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশটি পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস

আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর