ভোলাহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৮
২৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৮
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার পোল্লাডাঙ্গা আনন্দ বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আজ সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তাদের ধারণা, লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা চৌধুরী জানান, ভোলাহাট থানায় হারানোর জিডি নেই। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন আগেই অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সারাবাংলা/ইআ