পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলায় নিহত ৭
২৮ জানুয়ারি ২০২৩ ১১:৩২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪৫
ঢাকা: ইসরায়েলের পূর্ব জেরুজালেমে একটি ইহুদি উপাসনালয়ের সামনে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নেভ ইয়াকভ এলাকার আব্রাহাম সিনেগগের সামনে এ ঘটনা ঘটে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, হামলাকারী ২২ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
ঘটনার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইসরায়েলি ফরেনসিক দল একটি হামলায় ব্যবহৃত একটি সাদা গাড়ির বিষয়ে তদন্ত করছে। তাদের ধারণা, ওই গাড়িটি চালিয়ে বন্দুকধারী ঘটনাস্থলে পোঁছান।
এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এ হামলার প্রশংসা করেছে। তবে তারা এই ঘটনায় তাদের কোনো সদস্য জড়িতের বিষয়ে দায় কেউ স্বীকার করেনি।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার পরদিন এই নৃশংস হামলার ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেনিনের ওই হামলায় একজন বয়স্ক নারীসহ ৯ জনকে হত্যা করা হয়।
সারাবাংলা/ইআ