ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
২৮ জানুয়ারি ২০২৩ ০৯:২৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ০৯:২৮
বরিশাল: বরিশাল-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দুই পাশে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।
নিহতরা হলেন- উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলী হায়দার মহারাজ (৩৫) এবং অন্যজন একই উপজেলার আংগারিয়া এলাকার নাজিম তালুকদারের ছেলে শাহীন (৪০)।
স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। তাদের মরদেহ উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, কীভাবে দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে সঠিকভাবে কিছুই জানা যায়নি। তবে ওই দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া গ্যাস সিলিন্ডার পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকটি পিরোজপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমও