খেলার সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল ২ শিশুর
২৭ জানুয়ারি ২০২৩ ২২:১০
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশু মারা গেছে। ছাদে উঠে খেলা করার সময় শিশু দুটি পড়ে যায় তাদের পরিবার জানিয়েছে।
মৃতরা হলো আব্দুর রহিম (৯) ও সোনিয়া আক্তার (৫)। তারা দুজন মামাতো-ফুফাতো ভাইবোন। রহিমের বাবার নাম রোমান মিয়া ও সোনিয়ার বাবার নাম আব্দুর রশিদ মিয়া।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুর্মূষু অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
দুই শিশু পরিবারের সঙ্গে পাঁচতলা ভবনে থাকত।
রহিমের বাবা রোমান মিয়া জানান, আজকের সন্ধ্যা দিকে পাঁচ তলা ছাদে শিশুদের সঙ্গে খেলা করছিল তারা। ছাদের রেলিং না থাকায় তারা দুইজনই নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে