Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ব সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৩ ১৫:৫০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৫:৫৩

বাগেরহাট: বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় কাঁকড়া ধরার সময় অনুকূল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমণে আহত হয়েছেন। গুরুতর আহত অনুকুল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পূর্ব সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘটনার সময় অনুকূলের সঙ্গে একই গ্রামের মাহবুব শেখ কাঁকড়া ধরছিল। তার চিৎকারে আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকূলকে উদ্ধার করে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন জানান, বাঘ অনুকূলের শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস ছিঁড়ে নিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, ‘বাঘের হামলায় আহত অনুকূল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।’

সারাবাংলা/এমও

জেলে আহত টপ নিউজ পূর্ব সুন্দরবন বাঘ বাঘের আক্রমণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর