ইরানে আজারবাইজান দূতাবাসে বন্দুকধারীর হামলা
২৭ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:১০
ইরানে অবস্থিতি আজারবাইজানের দূতাবাসে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুইজন নিরাপত্তা কর্মী। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলাকারী গার্ড পোস্ট ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে নিরাপত্তা প্রধানকে হত্যা করে।
এ ব্যাপারে তেহরান পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা চলছে।
তেহরান পুলিশ প্রধানের বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুই ছোট বাচ্চাকে নিয়ে দূতাবাসে প্রবেশ করে। পরে এই হামলা চালায়।
ইরানে কয়েক লাখ জাতিগত আজারবাইজানিদের বসবাস। তবে ইরান-আজারবাইজান সম্পর্ক উষ্ণ নয়। ইরানের বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিচ্ছে বলে বাকুর বিরুদ্ধে বরাবরই অভিযোগ করে আসছে তেহরান।
সারাবাংলা/আইই