Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন এনবিআরের ১৭ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৩ ১৭:০২

ঢাকা: আন্তর্জাতিক কাস্টমস দিবসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তা ও তিন অংশীজনকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা পাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ কর্মকর্তারা হলেন- এনবিআরের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার মো. রুহুল আমিন, মোছা. শাকিলা পারভীন, আবদুল রশীদ মিয়া, মংলা কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মহিববুর রহমান ভূঞা, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক মো. পায়েল পাশা, এনবিআরের দ্বিতীয় সচিব মো. পারভেজ রেজা চৌধুরী, বৃহৎ করদাতা ইউনিটের উপ-কমিশনার মিতুল বনিক, ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. ইফতেখার আলম ভূঁইয়া, চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার মোছা. আয়শা সিদ্দিকা, ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার জেবুন্নেছা, এনবিআরের সহকারী প্রোগ্রামার কামরুন নাহার মায়া, ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাতের রাজস্ব কর্মকৰ্তা বিপ্লব রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা অনিমেষ মণ্ডল, মো. ফাহাদ চৌধুরী, মনিরুল ইসলাম ও মো. আসাদুজ্জামান খান।

এছাড়া শিল্প মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) অংশীজন হিসেবে অবদান রাখার জন্য সার্টিফিকেট অব মেরিট ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বিজ্ঞাপন

বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে আজ (২৬ জানুয়ারি) একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এ দিনটিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণার পর থেকেই বাংলাদেশও দিবসটি উদযাপন করছে।

এবার ১৫ম আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ প্রজন্মের লালন: কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ’।

সারাবাংলা/এসজে/পিটিএম

এনবিআর সার্টিফিকেট অব মেরিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর